প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে মোঃ শরিফুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার নতুন ফুলবাড়ী পূর্বপাড়া খড়ের গাদার মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শরিফুল ইসলাম নতুন ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের ইলেকষ্ট্রিক মিস্ত্রি ওয়াসিম শেখের ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, শরিফুল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোজাখোজি করার পরেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে খরের গাদার মধ্যে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
সিরাজগঞ্জ সদর সার্কেল স্নিগ্ধ আক্তার জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে বাড়ীর পাসে তালতলা নামক স্থানে জমির মধ্যে খরের গাদার ভিতরে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
Copyright © 2025 Kalerdarpan24.com. All rights reserved.