নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহর চর এলাকা হতে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘‘আল্লাহর দল’’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান বিএন জানান – গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, এর একটি আভিযানিক দল জানতে পারে যে, মোঃ হুমায়ূন কবির @ ইমন (২৩), পিতা-মৃত দেলোয়ার হোসেন হাদীস, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘‘আল্লাহর দল” এর ৩/৪ জন সক্রিয় সদস্য কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সাদুল্লাহর চর বাজার
এলাকায় দাওয়াতি কার্যক্রম ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সংগোপনে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪,
সিপিসি-২, কিশোরগঞ্জ এর আভিযানিক দল গত ০২ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে মোঃ হুমায়ূন কবির @ ইমন (২৩) কে আটক করা হয় এবং তার হেফাজত হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘‘আল্লাহর দল” এর বিপুল পরিমাণ উগ্রবাদী লিফলেট, এ সংক্রান্ত কাগজপত্র, সিমসহ ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, উক্ত সময় গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা নিষিদ্ধ
ঘোষিত জঙ্গি সংগঠন ‘‘আল্লাহর দল” এর ৩/৪ জন সক্রিয় সদস্য সুকৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হুমায়ূন কবির @ ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ২০১১ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘আল্লাহর দল” এর সদস্য হিসেবে শপথ গ্রহণ করে এবং তখন থেকেই কিশোরগঞ্জ এলাকায় উক্ত সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর প্রধান সংগঠক আব্দুল মতিন মেহেদী @ মতিনুল ইসলাম এর চিন্তা-ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে উক্ত সংগঠনের সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। উক্ত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের গোপন বৈঠকে নিয়মিত মিলিত হতো। উগ্রবাদ কায়েম করার জন্য বিভিন্ন কৌশলে কাজ করতো এবং সংগঠনের জন্য দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহ করতঃ সংগঠনকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতো।
উক্ত বিষয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ও তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান পূর্বক গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply