আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পাথরঘাটা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে  বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২৬ নভেম্বর  বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।এসময় তার সাথে পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি ) এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সাবরিনা সুলতানা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  পাথরঘাটা উপজেলা ভূমি অফিস, লেমুয়া ইউনিয়ন ভূমি অফিস এবং চরদুয়ানী  ইউনিয়ন ভূমি অফিস  প্রাঙ্গণে আম, জাম, কাঠাল, তেতুল, জলপাই, আমলকি, আতা, কামরাঙ্গা  বরই, বাতাবি লেবু, চালতা, মাল্টা, চায়না কমলা, আমড়া, নিম, পেয়ারাসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category