আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালীতে সবার জন্য বাসস্থান নির্মাণ কাজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন

মোঃ ফরহাদ হোসেন চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে মুজিববর্ষ উপলক্ষে সরকারী খাসজমিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবার জন্য বাসস্থান নিশ্চিত করণের লক্ষে (গৃহহীন ও ভুমিহীন) পরিবারকে ক-শ্রেণী তালিকা হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের প্রস্তাবিত স্থান ২৬শে নভেম্বর বৃহস্পতিবার বাহলগড়া চর পরিদর্শন করেন সিরাজগঞ্জ -৫ (চৌহালী ও বেলকুচি) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।

এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভার) আবু নজির মিয়া, চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ চৌহালী উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের রাজনৈতিক ব্যক্তির্বগ। এছাড়া মাননীয় সংসদ সদস্য উপজেলা পরিষদের জন্য প্রস্তাবিত স্থানসহ একাধিক অবকাঠামো তৈরি জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

চৌহালী উপজেলা বাসীর দীর্ঘ দিনের দাবি নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত এলাকা বাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালের মাননীয় প্রতিমন্ত্রী মহোদের সাথে নিবিড়ভাবে ক্ষতিগ্রস্ত নদী ভাঙ্গন এলাকা ঘোরজান, খাষকাউলিয়া, খাসপুখুরিয়া, চর বিনানু, চর নাকালিয়া, সুম্ভদিয়া, ভুতের মোর, উমরপুর সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category