আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনের দন্ড : বিনামূল্যে প্রশাসনের মাস্ক বিতরণ

কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনের দন্ড : বিনামূল্যে প্রশাসনের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের আসন্ন সেকেন্ড ওয়েভ মোকাবেলায় “Mask is Must ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনা ১৭ নভেম্বর জেলা সার্কিট হাউজের সম্মুখে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় ৩০ ব্যাক্তিকে জরিমানা ও পথচারিদের সচেতনতা ফ্রী মাস্ক বিতরন করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে জনসম্মুখে মাস্ক পরিধান না করে চলাচলের জন্য ৩০ জনকে দন্ডবিধি ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৫,৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও এ সময় মাস্ক পরিধান ব্যতীত চলাচলরতদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে মাস্ক পরিধান করে চলাচলের জন্য সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ উবায়দুর রহমান সাহেল এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শফিকুল ইসলাম।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশ, কিশোরগঞ্জ এর একটি চৌকস বাহিনী।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category