নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ও আয়োজনে অবহেলিত হরিজন সম্প্রদায়ের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
১৫ নভেম্বর রবিবার সকালে হোসেন ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্যে জেলা শহরের রথখলায় হরিজন পল্লির ৩ শতাধিক ব্যক্তির রক্তের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসুচীর উদ্বোধন করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাও. শোয়াইব বিন আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মুরাদ আহমেদ, সভাপতি মোঃ আসাদুল হাসান, সহ সাধারণ সম্পাদক উৎস সরকার,সাংগঠনিক সম্পাদক নুসরাত মরিয়ম, হোসেন ডায়াগনষ্টিকের সত্ত্বাধিকারী আরাফাত প্রমুখ।
ব্লাড গ্রুপ নির্ণয় পরীক্ষাশেষে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেছে সংগঠনটি। এ সময় সংগঠনের দায়িত্বশীলগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply