নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকা হতে ১৪’শ পিছ ইয়াবা, নগত ১৫ শত টাকা, ১টি মোবাইল সেট এবং মাদক ব্যবসায় ব্যাবহৃত ১টি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার (১১ নভেম্বর) সোয়া পাঁচ টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব তালসহর ইউনিয়নের পূর্ব সোনাসার গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে মোঃ শাহিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান
বিএন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবিধানিক দল বত্রিশ এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪’শ পিছ ইয়াবা, নগদ ১৫শত টাকা, ১টি মোবাইল সেটসহ মোহাম্মদ শাহিন মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলাগুলোতেও দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করায় উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply