আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে কোচিং সেন্টার চালু রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও সিলগালা

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অবৈধভাবে চালু রাখায় জেলা শহরের বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টারগুলোতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় সোমবার (৯ নভেম্বর) জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে বিশেষ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় শহরের উল্লাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, কনফিডেন্স কোচিং সেন্টার, আইসিটি প্রাইভেট প্রোগ্রাম এবং ব্রাইটন কোচিং সেন্টারকে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং কোচিং সেন্টার সিলগালা করা হয়।

জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নাদিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।
জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category