নিজস্ব প্রতিনিধি : শোলাকিয়া সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে (২ নভেম্বর) সোমবার সন্ধার পর কিশোরগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের শোলাকিয়া রেল গেইট সংলগ্ন সংঘটনের অস্থায়ী কার্যালয়ে দরিদ্র বিমোচনের লক্ষ্যে দারিদ্র জনগনের মধ্যে সহজ কিস্তিতে অটোরিক্সা ও মিশুক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাইন্সিলার আজিজুল হক রবিন।
জেলা প্রমিলা ফুটবল একাডেমীর সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রফেশন অফিসার মোঃ মহসিন, বাংলাদেশ প্রতিবন্ধী সংস্থার সভাপতি সাহাব উদ্দিন আনোয়ার।
আলোচনা শেষে তাড়াইলের দরিদ্র পরিবারের মোঃ জামাল মিয়াকে অটোরিক্সার ও মোঃ রমজান আলীকে মিশুকের চাবি আনুষ্টানিক হস্তান্তর করা হয়।
এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমান্য ব্যাক্তিবর্গ সহ শোলাকিয়া সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply