নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীরপাইকশা গ্রামের রিক্সা চালক সিরাজুল ইসলামের মেয়ে মরিয়মকে (৭)কে কাজের মেয়ে হিসেবে এলাহি শুভ পরিবার তাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাড়া বাসায় নিয়ে নেয়।
কিন্তু, মাত্র দুই মাসের মাথায় বুধবার (২৮ অক্টোবর) সকালে গাড়ী করে স্বামী-স্ত্রী মিলে মরিয়মের মরদেহ নিয়ে হোসেনপুর উপজেলার বীরপাইকশা গ্রামের বাড়িতে আসে। মৃত মরিয়মের শরীরে বিভিন্ন রকমের আগাতের চিহ্ন দেখে পরিবারের ও এলাকার লোকজন মরিয়মকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের মরদেহ উদ্ধারসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুরগর পূর্বপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে এলাহি শুভ (৩৪) ও তার স্ত্রী নাদরাতুল আহমেদ (২৩)।
এব্যাপারে হোসেনপুর থানার (ওসি-তদন্ত) মো. নুর ইসলাম জানান, মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply