নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা সদরের
কালিয়ারকান্দা এলাকা হতে জুয়া খেলার নগদ ১১,৬০০ টাকা, মোবাইল সেট-০৩টি ও ০৩বান্ডিল তাস’সহ১০ (দশ) জন জুয়ারী আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জানতে পারে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কালিয়ারকান্দা এলাকায় তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দক্ষিন পাশের খোলা মাঠে কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে।
এরই প্রেক্ষিতে ২৭ অক্টোবর দিবাগত রাত অনুমান ০১.১০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ১।শুকুর আলী(২৫), পিতা-আসেন মিয়া, সাং-আষাঢ়কান্দি, ২। মোঃ মান্নান(৩৫), পিতা-আব্দুল
ওয়াহাব, সাং-আষাঢ়কান্দি, ৩। মোঃ মাসুদ মিয়া(২০), পিতা-বকুল মিয়া, সাং-রায়খোলা ৪। মোঃ
ওমর ফারুখ(৩৫), পিতা-মৃতঃ কালু মিয়া ৫। মোঃ আল-আমিন(২৮), পিতা-মীর হোসেন ৬। মোঃ
বাবু(৩৫), পিতা-মৃত বশির উদ্দিন, ৭। মোঃ লিটন(৪০), পিতা-মৃত আসেন মিয়া, ৮। মোঃ আজিল
উদ্দিন(২৮), পিতা-মৃত তমিজ উদ্দিন, ৯। মোঃ রঞ্জু মিয়া(৪২), পিতা-মৃত আব্দুল সাত্তার, ১০। মোঃ
সুমন মিয়া(৩০), পিতা-মৃত বুদু মিয়া, সর্ব সাং-গৌরিপুর, ইউপি-দুলদিয়া, থানা-
কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ-দের’কে আটক করে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি
আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানাযায় তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় পরবর্তী আইনানুগ
ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
Leave a Reply